ভুয়া পুলিশ গ্যাং কর্তৃক অর্ধশতাধিক নারীর শ্লীলতাহানি, দেড় হাজার ছিনতাই 

ভুয়া পুলিশ গ্যাং কর্তৃক অর্ধশতাধিক নারীর শ্লীলতাহানি, দেড় হাজার ছিনতাই 
ভুয়া পুলিশ গ্যাং কর্তৃক অর্ধশতাধিক নারীর শ্লীলতাহানি, দেড় হাজার ছিনতাই 

পোস্টকার্ড নিউজ ।।

আচমকা রাস্তায় পুলিশ পরিচয়ে গতিরোধ করে নিজের মোটরসাইকেলে তুলে নিতেন শাকিল আহম্মেদ রুবেল। এরপর নির্জন কোনো স্থানে নিয়ে সবকিছু কেড়ে নিতেন, নারী ভিকটিমদের নিয়ে শ্লীলতাহানিও করতেন।

তার ব্যবহৃত মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার, হাতে ওয়াকিটকি, কোমরে পিস্তল ও চালচলনে পুলিশ মনে হওয়ায় ভিকটিমরাও তার ফাঁদে পড়তেন। তাকে শনাক্ত করার আগেই অভিনব পন্থায় অন্তত দেড় হাজার ছিনতাই ও ৫০ জন নারীকে হয়রানি করেছেন তিনি।

রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে রাজধানীর দিয়াবাড়ীতে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তসহ চার জনকে গ্রেফতারের পর এসব কথা জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- মো.শাকিল আহম্মেদ রুবেল (২৮), মো. আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও মো. হাবিবুর রহমান।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়ারলেস সেট, একটি পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিবি জানায়, গ্রেফতারের আগে দেড় হাজার ছিনতাই করা রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের মেয়ে শিক্ষার্থীরা। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবি প্রধান হারুন অর রশিদ শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেছেন, রাস্তায় কেউ পুলিশ পরিচয়ে মোটসাইকেলে করে ধরে নিতে চাইলে সতর্ক হতে হবে। তাকে চ্যালেঞ্জ করতে হবে। পুলিশ এভাবে ধরে নেয় না। প্রয়োজন হলে অশপাশের লোকজন জড়ো করে বিষয়টা জানাতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;