ভাড়া দিতে না পারায় বাসা থেকে বের করে দেয়ার হুমকি , বিভিন্ন অভিযানে ৭৮ হাজার টাকা দন্ড

ভাড়া দিতে না পারায় বাসা থেকে বের করে দেয়ার হুমকি , বিভিন্ন অভিযানে ৭৮ হাজার টাকা দন্ড

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামের ডিসি রোড এলাকায় দুবাই প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পারায় তাদের বাসা থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছিলেন মালিকপক্ষ। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এক ভাড়াটিয়া। বিষয়টি ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নজরে এলে মালিকের সঙ্গে কথা বলে মে মাস পর্যন্ত ভাড়াটিয়াদের থাকার ব্যবস্থা করে দেন।

অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত ও পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে ৫৭টি মামলায় ৭৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ মে) দিনভর এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরীর বাকলিয়া কে বি আমান আলী রোড খুচরাবাজার, কামাল বাজার ও চকবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে কে বি আমান আলী রোডে দোকান খোলা রাখার দায়ে ১টি টেইলার্স ১ হাজার, ১টি সেলুন ১ হাজার, বাকলিয়া চকবাজার এলাকায় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে কয়েকটি দোকানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানাসহ ১২টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন তিনি।

পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১টি মামলায় জরিমানা ৩ হাজার টাকা জরিমান করা হয়।

নগরীর খুলশি, পাঁচলাইশ, বায়েজিদ, চান্দগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নেতৃত্বে অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও তালিকা না থাকায় ৪টি মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর দেওয়ান বাজার ও কাজির দেউড়ি কাঁচাবাজারে মূল্যতালিকা না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে শাহ আমানত স্টোরকে ৫ হাজার, মারুফ স্টোরকে ৩ হাজার, নিহান স্টোর, জয়ীতা স্টোর, স্মৃতি স্টোর, লাভলী স্টোর, বাহাদুর স্টোরকে ২ হাজার টাকা করে, জয়বাবা লোকনাথ স্টোর, সোহাগ স্টোর, বিএস সবজি ভান্ডারকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাজারে মোট ১৩টি মামলায় জরিমানা করা হয় ২৩ হাজার ৩০০ টাকা।

নগরের আকবরশাহ, হালিশহর, পাহারতলী, ডবলমুরিং এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানকে তিন মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে পতেঙ্গা বিজয় নগরে রড সিমেন্টের দোকান খোলা রাখার দায়ে ১ হাজার টাকা, ভোলা শাহ স্টোরকে ৫০০ টাকা, কাটগড় নিউ বে স্টোরকে ২ হাজার, মালঞ্চ বিরিয়ানি হাউসকে ১ হাজর ৫০০, এক মোটরসাইকেল অরোহীকে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ৫টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে বাজার মনিটরিংয়ে পরিচালিত অভিযানে মোট ৭টি মামলায় ৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।