সীতাকুণ্ডে আ.লীগ ১২ কাউন্সিলর পদে একক প্রার্থী দেবে আজ

সীতাকুণ্ডে আ.লীগ ১২ কাউন্সিলর পদে একক প্রার্থী দেবে আজ

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডে আ.লীগ ১২ কাউন্সিলর পদে একক প্রার্থী দেবে আজ।

আসন্ন সীতাকুণ্ডে পৌরসভা নির্বাচনে কাউন্সিলরের ১২টি পদে আজ (সোমবার) দলীয় একক প্রার্থী নিশ্চিত করবে আওয়ামী লীগ। এ লক্ষে বিকাল ৩টায় পৌরসভাধীন জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌরসভা আওয়ামী লীগের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন উত্তর জেলা, উপজেলা নেতৃবৃন্দ।

এদিকে গতকাল সোমবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপিল শুনানিতেও নাগরিক কমিটির মেয়র প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এদিন আপিলে বৈধতা পেয়েছেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুল আলমের মনোনয়নপত্র। তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী জহির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে দলীয় একক প্রার্থী দিয়েছে আ. লীগ। বর্তমান মেয়র বদিউল আলমই ফের দলের মনোনয়ন লাভ করেছেন। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে কাউন্সিলর মনোনয়ন নিয়ে। এখানে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আ. লীগ থেকে মনোনয়ন চেয়েছেন ৫৮ জন নেতাকর্মী ও সমর্থক। পদের চেয়ে অন্তত ৫ গুণ বেশি প্রার্থী হওয়ায় দল থেকে একক প্রার্থী দেওয়া কঠিন হয়ে পড়েছে।

কিন্তু ইতিমধ্যে বিএনপি প্রত্যেকটি পদে একক প্রার্থী নিশ্চিত করায় আ. লীগ একক প্রার্থী নিশ্চিত করতে না পারলে প্রার্থীদের ভরাডুবি হতে পারে এ আশঙ্কায় নেতাকর্মীরা নড়েচড়ে বসেছেন। বাধ্য হয়ে উপজেলা নেতৃবৃন্দ উত্তর জেলা নেতৃবৃন্দের শরণাপন্ন হলে নেতৃবৃন্দ আজ ৮ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সীতাকুণ্ডে আসবেন বলে জানিয়েছেন। এ কারণে পৌরসভা আওয়ামী লীগ জেলা পরিষদ অডিটোরিয়ামে একটি সভার আয়োজন করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া জানিয়েছেন কাল (মঙ্গলবার) উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম ও সাধারণ সম্পাদক আত্উার রহমান আতার নির্দেশনায় ও স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে। ফলে এখন প্রার্থীরা দলের সিদ্ধান্তের অপেক্ষায়। এ নিয়ে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।