বিএনপির সমাবেশ শেষে সন্ত্রাস - নৈরাজ্যের পরিকল্পনা

বিএনপির সমাবেশ শেষে সন্ত্রাস - নৈরাজ্যের পরিকল্পনা
বিএনপির সমাবেশ শেষে সন্ত্রাস - নৈরাজ্যের পরিকল্পনা

রাজনৈতিক ডেস্ক ।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো সন্ত্রাস নৈরাজ্যের পরিকল্পনা করছে বলে জানিয়ে বিএনপির বিশ্বস্ত সূত্র।জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময়ে সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে। ক্ষমতা দখলের জন্য বারবারই বেছে নিয়েছে সহিংসতার পথ।

সূত্র বলছে, বিএনপির বিভাগীয় সমাবেশ সরকারের উপর কোনো প্রকার চাপ বা ভীতি করেনি। তাই ফের ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস ছড়িয়ে জনগণকে জিম্মি করতে চায়। চায় জনগণ যেন ঘর থেকে বের হতে না পারে। আতঙ্ক সৃষ্টি হয় দেশজুড়ে। সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজিয়েছে দলটির সন্ত্রাসী বাহিনী। লন্ডনে বসে যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তথ্যের অবাধ প্রবাহের এই যুগে দেশের জনগণ ভালো করেই জানে, বৈশ্বিক সংকটের অভিঘাত কত গভীর এবং তা মোকাবিলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। আর বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যে কোনভাবেই রাষ্ট্রের সম্পদের ক্ষতি হতে দেওয়া যাবে না। তাদের সহিংস পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না।

দেশের জনগণ ভালো করেই জানে, তারা কোথায় আছে। আর বিএনপির আমলে কোথায় ছিল? গত এক যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আর্থ-সামাজিক সব ক্ষেত্রেই বাংলাদেশ আজ এক মজবুত ভীতের উপর দাঁড়িয়েছে। বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে অনন্য মর্যাদায় অভিষিক্ত হয়েছে। তাই দেশের জনগণ নিশ্চিতভাবে বিএনপির সেই অনুর্বর, অন্ধকারময় সময়ে ফিরে যেতে চায় না।

খালেদ / পোস্টকার্ড ;