বাইরে থেকে প্রার্থী ইমপোর্ট করেছে বিএনপি : গণসংযোগে মোছলেম উদ্দিন

বাইরে থেকে প্রার্থী ইমপোর্ট করেছে  বিএনপি :  গণসংযোগে মোছলেম উদ্দিন

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমি এলাকার ছেলে হিসেবে দলমত নির্বিশেষে সবাই ভোট দেবেন, এই দাবি আমি করতেই পারি। আমি এমপি হলে শুধু আওয়ামী লীগের হবো না, সবার জন্যই কাজ করবো। রাজনৈতিক বিবেচনা না করে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন। নৌকায় ভোট দেয়া মানে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেয়া। আর সরকার প্রধানকে ভোট দেয়া মানে এই এলাকার উন্নয়নের দায়িত্বও প্রধানমন্ত্রীর। আমি শুধু মাঝখানে আপনাদের সেবা করতে চাই। কারণ আমি এলাকাতেই থাকি। অন্য প্রার্থীর মতো ঢাকায কিংবা চট্টগ্রামের বাইরে থাকি না। আপনারা আমাকে ভোট দেন রাত-দিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। গতকাল মঙ্গলবার নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় এসব কথা বলেন

তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক জহির আহমদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইয়াকুব, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কাউন্সিলর মোবারক আলী, মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম প্রমুখ।

মোছলেম উদ্দীন বলেন, বিএনপির অনেক যোগ্য ব্যক্তি থাকার পরও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বাইরের এক ব্যক্তির সাথে। চাল ডালের সংকট হলে জানি বাইরে থেকে আমদানি করতে হয়। এখন বিএনপিও বাইরে থেকে প্রার্থী ইমপোর্ট করেছে।