প্রথম করোনা রোগী শনাক্ত হাটহাজারীতে

প্রথম করোনা রোগী শনাক্ত হাটহাজারীতে

হাটহাজারী প্রতিনিধি।।

চট্টগ্রামের হাটহাজারীর ৬৯ বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি হাটহাজারী সংসদীয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর শাহ আমানত কলোনিতে পরিবার নিয়ে বসবাস করেন।

জানা যায়, করোনা উপসর্গ থাকায় আক্রান্ত ব্যক্তি তার পারিবারিক চিকিৎসকের পরামর্শে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা করান। এতে তার করোনা পজেটিভ আসে।

বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাটহাজারীতে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, আক্রান্ত ব্যক্তি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন নি। এদিকে মঙ্গলবার সকালেই আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।