পতেঙ্গার ১৫ নং ঘাটে এক নৌকায় ২৬ যাত্রী, জরিমানা

পতেঙ্গার ১৫ নং ঘাটে এক নৌকায় ২৬ যাত্রী, জরিমানা

নিজস্ব প্রতিবেদন।।

ঠাসাঠাসি করে এক নৌকায় যাচ্ছেন ২৬ যাত্রী -এমন অভিযোগ পেয়ে অভিযান চালান সেনাবাহিনী এবং র‌্যাব-৭। গতকাল পতেঙ্গার ১৫ নং ঘাট এলাকায় নিরাপদ সামাজিক দূরত্ব ভঙ্গ করে বোটে অতিরিক্ত যাত্রী পরিবহণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসন এবং যৌথবাহিনীর মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বোটটি জব্দ করেন এবং সংশ্লিষ্টশিপিং কোম্পানিকে জরিমানা করেন।
জানা গেছে, এস এন শিপিং কোম্পানির নোঙর করা জাহাজ থেকে তাদের কর্মচারীদের ঝুঁকিপূর্ণভাবে পরিবহণ করছিল। একটি বোটে সামাজিক দূরত্ব রক্ষা করলে সর্বোচ্চ ৮ জন যাত্রী বহন করা সম্ভব। সেখানে একটি বোটেই ছিলো গাদাগাদি অবস্থায় ২৬ জন যাত্রী। বোট বোঝাই জাহাজের কর্মচারী এবং অন্য সহযাত্রীদেরসহ বোট চালককে মাইকিং করে কর্ণফুলী নদীর মাঝপথ থেকে নদী তীরে ফেরত আনেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বোট থেকে জাহাজের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পর এবং পরবর্তীতে এস এন শিপিং কোম্পানির প্রতিনিধির দোষ স্বীকারের ভিত্তিতে জাহাজ কোম্পানিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উক্ত বোটে কর্ণফুলী নদী ভ্রমণে বের হওয়া ৮ জন যাত্রী ছিল। তাদেরকে মোট ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। আর্থিক সামর্থ্য বিবেচনায় এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোট মালিককে ৫০০০ টাকা জরিমানা করেন। এরপর বোটটি জব্দ করে যৌথ বাহিনীর উপস্থিতিতে ঘাট ইজারাদারের নিকট জিম্মা দেয়া হয়েছে। এছাড়া পতেঙ্গা এলাকায় বিভিন্ন অলিতে গলিতে আড্ডাবাজি এবং অহেতুক ঘোরাফেরা করার জন্য ৫ টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এহসান মুরাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।