নিয়ম বহির্ভূত বিএনপির মেয়র প্রার্থীর ডিজিটাল ব্যানার জব্দ করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিয়ম বহির্ভূত বিএনপির মেয়র প্রার্থীর ডিজিটাল ব্যানার জব্দ করলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস হোসেনের নির্দেশনায় আজ জেলা প্রশাসনের ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের জন্য নিম্নোক্ত ম্যাজিস্ট্রেটগণ নামের পাশে বর্ণিত চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ডসমূহে অভিযান পরিচালনা করেনঃ

১. নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় (১৬,২০,৩২ নং ওয়ার্ড)
২. নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ( ১২,২৩,২৪ নং ওয়ার্ড)
৩. নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান (১৭,১৮, ১৯ নং ওয়ার্ড);
৪.নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা (৩৩,৩৪,৩৫ নং ওয়ার্ড)
৫. নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ( ৩৯,৪০,৪১ নং ওয়ার্ড)
৬.নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ( ২৮,২৯ ও ৩৬ নং ওয়ার্ড)
৭.নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ( ১, ২, ৩ নং ওয়ার্ড)
১২,২৩ ও ২৪ নং ওয়ার্ডে নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতকরণের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১২ নং ওয়ার্ডের আওয়ামী বিদ্রোহী প্রার্থীর বাড়ির সামনে লোকজন জড়ো করে শোডাউন করা হলে তাদেরকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ছত্রভঙ্গ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম কর্তৃক কাউন্সিলর প্রার্থী সাবের হোসেন সওদাগরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাঁর কর্মী-সমর্থক কর্তৃক নির্বাচনী প্রচার-প্রচারণায় কোনো ধরণের গোলযোগ সৃষ্টি করা হবে না এবং আচরণ বিধি ভঙ্গ করা হবে না–এই অঙ্গীকার করেছেন।
এছাড়া নগরীর টাইগার পাস মোড়ে নির্বাচন আচরণবিধি বহির্ভূতভাবে বড় পিক-আপ গাড়িতে করে মাইক যোগে শোডাউন করে প্রচারণার সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর কর্মীদেরকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সতর্ক করা হয়েছে। এসময় পিক আপ গাড়ির সজ্জায় ব্যবহৃত নির্বাচনী প্রতীক সম্বলিত বিশাল সাইজের মোটা পলিথিনের ব্যানার (পিভিসি ব্যানার) জব্দ করা হয়েছে।
গতকাল প্রতীক বরাদ্দের পর আজ থেকেই বিভিন্ন স্থানে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকগণ প্রচার-প্রচারণা শুরু করে। অভিযান পরিচালনাকালে আচরণবিধি পরিপন্থি দু’শতাধিক ব্যানার পোস্টার অপসারণ করা হয়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীর প্রতিনিধিদের আচরণ বিধি মেনে চলতে সতর্ক করা হয়।