ধানমণ্ডি থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মুজিববর্ষে পদযাত্রা

ধানমণ্ডি থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মুজিববর্ষে পদযাত্রা
ধানমণ্ডি থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মুজিববর্ষে পদযাত্রা

পোস্টকার্ড ডেস্ক।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে পদযাত্রার আয়োজন করেছে।

এ পদযাত্রাটি শুরু হবে আগামী ১২ মার্চ। সে উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী, সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলামসহ অনেকেই।

মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সম্ভাবনা সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঢাকার অনেক দূরে গোপালগঞ্জে সমাহিত করে তারা ভেবেছিলো বঙ্গবন্ধুর সমাধিতে কেউ যাবে না বা যেতে চাইবে না কিন্তু আজ তরুন প্রজন্মরা পায়ে হেঁটে সেখানে যাওয়ার সাহসিকতা দেখাচ্ছে। বক্তারা আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের প্রাত্যহিক কাজে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণা।

এই পদযাত্রার আয়োজকরা জানান, তাঁর প্রায় ১০০ জনের অংশগ্রহণে পদযাত্রার আয়োজন করেছিলো। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসের খবর পাওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ এ নামিয়ে এনেছেন।

পদযাত্রার পরিকল্পনা হিসেবে জানান, তারা যাত্রা পথে ছয়টি জায়গায় যাত্রাবিরতি দিবেন তখন তাবু টানিয়ে বিশ্রাম নিবেন বলে জানিয়েছেন তাঁরা।