দেশের স্কুলগুলোতে প্রতিদিনের অ্যাসেম্বলি শ্রেণিকক্ষে করার নির্দেশনা

দেশের স্কুলগুলোতে প্রতিদিনের অ্যাসেম্বলি শ্রেণিকক্ষে করার নির্দেশনা
দেশের স্কুলগুলোতে প্রতিদিনের অ্যাসেম্বলি শ্রেণিকক্ষে করার নির্দেশনা

শিক্ষাঙ্গন ডেস্ক ।।

দেশের স্কুলগুলোতে প্রতিদিনের অ্যাসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নির্দেশনা মতে, শ্রেণিকক্ষেই জাতীয় সংগীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা ‘করোনাভাইরাস: সচেতন হন, নিরাপদ থাকুন’ শিরোনামে নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।’

শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য যেসব অনুষ্ঠানে জনসমাগম হয় সেগুলো আয়োজনের সময়সূচী পুনর্বিন্যাস করে পরে আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এই নির্দেশনা ঘোষণা করা হয়েছে।