তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি চাই - মো: নুরুন নবী

তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি চাই  - মো: নুরুন নবী
তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি চাই - মো: নুরুন নবী

এদেশের রাজনৈতিক মারপ্যাঁচ বড়ই জটিলতার জালে নির্মম পরিহাস
লাভ-ক্ষতির হিসাবে তৃণমূল ও সাংগঠনিক বিচক্ষণতায় অর্থবিহীন ধারাবাহিক জীবন্ত এক ইতিহাস !

ক্ষমতাসীন কিংবা বিরোধীদল,, স্বার্থ আর প্রয়োজন ছাড়া কেউ কারো আপন নয় ।
তবুও যাচ্ছে ক্ষয়ে নিরবে নিস্তব্ধতায়- আমাদের রাষ্ট্রযন্ত্রের এমন নির্দয় নীলিপ্ততায় !!

আমিও দেশের নাগরিক এবং শ্রমিক, নাহয় গণতন্ত্রের কর্মী নতুবা কবিতার ঘুইপোকা,,
অতএব, এমন শিল্প বিদ্বেষী জঞ্জাল জটিল ও আমলাতান্ত্রিক নিয়মের ঘটনা দুর্ঘটনা ।।

নেই একটুও বিশ্বমানের জ্ঞান গবেষণায় উন্নত আধুনিক টেকসই পরিশৃঙ্খল নিরাপদ কলকারখানা !
তারা- শিল্প কারখানাকে, বাঁচিয়ে সাজিয়ে- পূর্ণরূপে শিল্পোদ্যোক্তা নয় তবে,,

মোসাহেব শিল্পপতি'রা দুনিয়া জুড়ে- উর্ম্মাদ উদাসীনতায় কোটিপতি আর ক্ষমতার নেশায় গড়ছে বারামখানা ।
আমরা শ্রমিক- আমরা গোলাম, আমরা ভবে- জীবনের তরে, লাশের ভারে শুধুই কান্না আর হতাশাই পেলাম ।
তবুও মোরা চাইনি কভু, এমন নিদারুন কষ্ট ঘেরা অমানবিকতার চিত্র ভবে,,

তবে, যারা এমন অতিউৎসাহী কর্ম-ক্ষমতায়- করেছো জাতির ইজ্জত হরনে তাঁবেদারি আইনের খড়ক !
একদিন নিশ্চয়ই তোমাদের বেলায়ও আসবে নিকষ কালো দিন, সেদিন ঐতিহাসিক সত্য'রা- দেখবে জগৎসরা !!

সে তার, স্থান কাল পাত্র ভেদে- সমাজ রাষ্ট্রে- অবদান অংশীদারত্বের পরিচালনায় অধিষ্ঠিত সম্মানের সোপান !
ভেবোনা বন্ধু- ভেবোনা ভাই, আমরাও মানুষ,, তোমার এমন অপমানে তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি চাই

মোঃ নুরুন নবী,,
কবি ও রাষ্ট্র চিন্তক