জিয়াউল কাদের'র স্বাস্থ্য খাতে শুদ্ধাচার পুরস্কার অর্জন

জিয়াউল কাদের'র স্বাস্থ্য খাতে শুদ্ধাচার পুরস্কার অর্জন
জিয়াউল কাদের'র স্বাস্থ্য খাতে শুদ্ধাচার পুরস্কার অর্জন

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড ও বাঁশখালী দুই উপজেলায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রসবোত্তর, প্রসব পরবর্তী সেবা ও উপজেলা পর্যায়ের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কার কাজের উন্নয়ন, উপস্থিতির উপর স্মার্ট মনিটরিং ব্যবস্থা প্রয়োগে অবদান ও সততার  পুরস্কার স্বরূপ জাতীয় শুদ্ধাচার (সংশোধিত) নীতিমালা -২০২১ অনুযায়ী শুদ্ধাচার পুরুস্কার প্রাপ্ত হয়েছেন সীতাকুণ্ড ও বাঁশখালি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের। 

 দায়িত্ব গ্রহণের পর থেকে সীতাকুণ্ডে উপজেলা  ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ কেন্দ্রগুলোর অবকাঠামো সহ চিকিৎসা খাতে উন্নয়ন করেন তিনি।  ৩৮তম বিসিএসের পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে যোগদান করেন তিনি। চাকুরি জীবনের মাত্র আড়াই বছরের শুদ্ধাচার পুরস্কারের পুরস্কৃত হন। 

 মঙ্গলবার  (২২ আগস্ট) সকাল ১১:৩০ টায় উপপরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম গোলাম মো. আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন।

খালেদ /পোস্টকার্ড ;