জাহাজ থেকে পড়ে সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিক নিহত

জাহাজ থেকে পড়ে সীতাকুণ্ডে শিপইয়ার্ড শ্রমিক নিহত
জাহাজ থেকে পড়ে সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের ছোটকুমিরা সাগর উপকূলে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯টায় মো. এম আনোয়ারের মালিকানাধীন মোতালেব ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. তারেকুল ইসলাম (২৪) নওগাঁ সদর থানার হাসাইগাড়ি ইউনিয়নের চক মোহাদেব গ্রামের সাবান মোল্লার পুত্র।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত মোতালেব ষ্টিল নামক একটি শিপইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ পাহারার দায়িত্বে ছিলেন তারেকুল ইসলাম।

সকালে তারেকসহ আরো কয়েকজন শ্রমিকসহ জাহাজে উঠার সময় সাগরের ঢেউয়ে জাহাজটি নড়ে উঠলে উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ে যান তারেক। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে দায়িত্ব পালন করতে জাহাজে উঠার সময় পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।