জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুন্ডে এমপি দিদারের খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুন্ডে এমপি দিদারের খাদ্য সামগ্রী বিতরণ

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সোমবার (৩১ আগষ্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ও সৈয়দপুর ইউনিয়নে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব দিদারুল আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, পাকিস্তানির আঘাত, শোষণ, নিপীড়নকে এগিয়ে চলার অদম্য উৎসাহ হিসেবে নিয়েছিলেন এই মহামানব। বঞ্চনা থেকেই প্রতিরোধের শক্তি সঞ্চার করেছিলেন মুজিব। বীর বাঙালিকে সাথে নিয়ে তিনি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে গেছেন। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতার পরাজিত শক্তি।

মুজিব আজ বাংলার কোটি মানুষের মাঝে ছড়িয়ে রয়েছেন। মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে শোষিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।

তিনি আরো বলেন, বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ ২৪টি বছরের শাসনামলে বাঙালির শৌর্য, সম্পদ, ঐতিহ্য, ইতিহাস ধংসের খেলায় মেতে উঠেছিল। এই অন্যায়,অনিয়মের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়ার কারণে ২৪ বছরের মধ্যে ১৪ বছরই পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারান্তরীণ করে রেখেছিল।

সেদিন সাড়ে সাত কোটি বাঙালির মুখে হাসি ফোটাতে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিতে গিয়ে বঙ্গবন্ধুকে বিসর্জন দিতে হয়েছে নিজের পরিবার-পরিজন, সুখ-স্বাচ্ছন্দ্য সবকিছু। তবুও তিনি পিছু হটেন নি।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমদ ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মেম্বার বৃন্দ।

সৈয়দপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ১ নং সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম ভুইঁয়া, সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা সন্জিব রেড্ডি, আনোয়ারুল আজিজ, ডাঃসজল, মোঃ আলাউদ্দিন, ফজল হক, সাহাবউদ্দীন, নিজাম উদ্দীন, মৃদুল কান্তি দাস, ইউপি সদস্য সাইফুল ইসলাম নিজামী, নুর উদ্দিন সানিয়া, সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা।