চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উদ্যোগে আনোয়ারায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির উদ্যোগে আনোয়ারায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আনোয়ারা প্রতিনিধি।। 

আনোয়ারা রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরের বেডিবাঁধের ভাঙনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন বাংলাদেশে জিটুজি ভিত্তিতে প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) এর উদ্যোক্তা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

রবিবার(৯ আগষ্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদে চায়না হারবার ও চায়নিজ ইকোনমিক জোনের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলমের এর নিকট এসব খাদ্য সহায়তা হস্তান্তর করেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ টন চাউল, ১ টন তেল ও ১ টন ডাল।

এসময় উপস্থিত ছিলেন, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ এর প্রতিনিধি আবু জোহাইর জারিফ, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীসহ পরিষদের সদস্যরা।

হস্থান্তর অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড পূর্বেও করোনাকালীন সময়ে উপজেলা সরকারি ত্রাণ তহবিলে ১০ টন চাউল প্রদান করেছেন, এবারও উপকূলের ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন এ জন্য আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আনোয়ারা উপকূলের মানুষের স্থায়ী সমাধান হচ্ছে বেডিবাঁধ, ত্রাণ নয়। তাই মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে আমি বলছি, বর্ষা শেষেই রায়পুর ইউনিয়নের উপকূলে স্থায়ী টেকসই বেডিবাঁধ নির্মাণ করা হবে।