চলতি বছরে বাংলাদেশ থেকে ৪ হাজারের বেশি কর্মী নেবে দ. কোরিয়া

চলতি বছরে বাংলাদেশ থেকে ৪ হাজারের বেশি কর্মী নেবে দ. কোরিয়া
চলতি বছরে বাংলাদেশ থেকে ৪ হাজারের বেশি কর্মী নেবে দ. কোরিয়া

পোস্টকার্ড নিউজ।।

ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন জানিয়েছেন চলতি বছরে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া ৪ হাজারের বেশি কর্মী নেবে বলে । বুধবার (৩১ আগস্ট ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, আমরা দ. কোরিয়ায় আরও বাংলাদেশি কর্মী পাঠাতে আগ্রহী। কোভিডের প্রেক্ষিতে জনশক্তি প্রেরণ বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বর থেকে আবার পাঠানো শুরু করেছি। চলতি বছর জানুয়ারি - আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে ৩ হাজারেরও বেশি গেছে কর্মী গেছেন। এ বছর শেষে মোট ৪ হাজারেরও বেশি কর্মী যাবেন বলে আমরা আশা করছি। কোরিয়াতে এখন ১০ হাজার বাংলাদেশি কর্মী আছেন।

কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি কম হলেও বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে কোরিয়া ১০ নাম্বার অবস্থানে।

খালেদ / পোস্টকার্ড ;