চার বছর পূর্তিতে ভালোবাসায় সিক্ত হলো সিপ্লাসটিভি

চার বছর পূর্তিতে ভালোবাসায় সিক্ত হলো সিপ্লাসটিভি

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামের ভাষায় প্রথম অনলাইন টিভি চ্যানেল সিপ্লাস টিভি ও অনলাইন নিউজ পোর্টাল সিপ্লাস বিডি ডট নেট এর চার বছর পূর্তিতে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হল ।  নানা কথামালা, আড্ডা, গান, কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুক্রবার (১৩ মার্চ) সিপ্লাসটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠার চার বছর পূর্তি উদযাপন করা হয়।

এ উপলক্ষে সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু চট্টগ্রামের ভাষাভাষী সকল দর্শক, কলাকুশলী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সকল বিজ্ঞাপনদাতা এবং আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন।

চট্টগ্রামের ভাষা নিয়ে কাজ করায় আলমগীর অপুকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপ্লাসকে ফুলেল শুভেচ্ছা জানান সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম ১১ আসনের সাংসদ এম এ লতিফ, পিইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মো বেলাল, পিএইচপি অটো মোবাইলস’র ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ হিরু, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, আওয়ামী লীগ নেতা রাশেদুল আনোয়ার খাঁন, সাবেক ছাত্রনেতা ও বেসরকারি কারা পরিদর্শক মোঃ আজিজ, ফরহাদুল ইসলাম, ১৭ নং ওয়ার্ড যুবলীগ, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ভিপি আবদুল খালেক সোহেল, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু, চট্টগ্রাম ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মানবাধিকার কমিশনের সভাপতি আমিনুল হক বাবু, বিশিষ্ট আইনজীবি জিয়া হাবীব আহসান, সংগঠক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেলসহ আরো অনেকেই।

এছাড়া ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শুভেচ্ছা জানিয়েছেন তিলোত্তমা চট্টগ্রামের ফাউন্ডার সাহেলা আবেদীন, বিজিএমইএ চট্টগ্রাম, দি চিটাগং চেম্বার অব কমার্স, সুলতান আহমেদ ফাউন্ডেশন,  স্মাইল ফাউন্ডেশন, ব্যবসায়িক প্রতিষ্ঠান রনি এন্টারপ্রাইজ, সামাজিক সংঘঠন সারা আনোয়ারা, চট্টগ্রাম রিপোর্টাস ফোরাম, ইংরেজী দৈনিক The Bangladesh Today সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শেষে সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সিপ্লাসের সকল প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।