চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তিন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তিন করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তিন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক ।।

তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পরীক্ষায় । তাদের মধ্যে একজন দশমাস বয়সী শিশু রয়েছে। তিনজনের দুইজন লক্ষ্মীপুর এবং একজন নোয়াখালী জেলার বাসিন্দা। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, ‘গত দুইদিনে সিভাসুতে ১৩৫টি নমুনা পরীক্ষার মধ্যে তিনজনের ফলাফল পজেটিভ আসে। তাদের মধ্যে দুইজন লক্ষ্মীপুরের এবং একজন নোয়াখালীর বাসিন্দা।’

তথ্যমতে, গত রবিবার সিভাসুর ল্যাবে মোট ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের ফলাফল পজেটিভ আসে। তিনি লক্ষ্মীপুর সদরের ৪৫ বছর বয়সী নারী। এরপর পরদিন সোমবার ৪৮টি নমুনা পরীক্ষা হয় তাতে। পরীক্ষার ফলাফলে দুইজন পজেটিভ পাওয়া যায়। তাদের মধ্যে লক্ষ্মীপুর জেলার কমলনগরের দশমাস বয়সী এক শিশু এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) থেকে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথমদিন সিভাসুর ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করা হয়। তবে তাতে কোন রোগী শনাক্ত হয়নি। সবগুলোর ফলাফল নেগেটিভ পাওয়ায়। এরপরদিন রবিবার ৪৭ এবং সোমবার ৪৮টি নমুনা পরীক্ষায় তিনজন পজেটিভ রোগী পাওয়া যায়। সব মিলিয়ে সিভাসুর ল্যাবে এখন পর্যন্ত মোট ১৫৫টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।