চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার প্রতি খরচ করা যাবে ১ টাকা ৫৮ পয়সা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার প্রতি খরচ করা যাবে ১ টাকা ৫৮ পয়সা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার প্রতি খরচ করা যাবে ১ টাকা ৫৮ পয়সা

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একজন মেয়র প্রার্থী প্রত্যেক ভোটারের জন্য খরচ করতে পারবেন ১ টাকা ৫৮ পয়সার মত। আর কাউন্সিলর প্রার্থীরা গড়ে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।

তথ্য মতে সিটি নির্বাচনে একজন মেয়র প্রার্থী সর্বোচ্চ খরচ করতে পারবেন ৩১ লাখ ৫০ হাজার টাকা। আর কাউন্সিলর প্রার্থীরা ভোটার অনুপাতে ১ লাখ ১০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। এ হিসাবে চট্টগ্রাম সিটির যে ২০ লাখ ২ হাজার ৯৭৮ ভোটার রয়েছে, তাদের প্রত্যেকের অনুপাতে একেকজন মেয়র খরচ করতে পারবেন ১ টাকা ৫৮ পয়সা। আর কাউন্সিলররা সর্বোচ্চ ভোটারের ৩৯ নম্বর ওয়ার্ডে ৫ টাকা এবং সর্বনিম্ন ভোটারের ৩১ নম্বর ওয়ার্ডে সর্বাধিক খরচ করতে পারবেন ৭ টাকা হারে।

আইনে সীমা টানা হলেও সচরাচর ভোটে খরচ হয় অঢেল টাকা। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে যে টাকা ওড়ে তাতে সাদার সাথে মিশে যায় কালো টাকাও। যদিও এসব অর্থের উৎস এবং যথেচ্ছ খরচের বিষয়টিতে থাকে না কোন নজরদারি।

এদিকে সনাক-টিআইবি সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারা আলম বলছেন, নির্বাচন কমিশন যেটা ঠিক করে দেয় সেটা বর্তমান অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে একেবারেই যৌক্তিক না। প্রার্থীরা নির্বাচন পর্যন্ত যে খরচটা করে তা সীমাহীন। তবে বিষয়টি ইসির এখতিয়ার বলেই জানালেন নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।