চট্টগ্রামে নতুন করে আরও ৬০ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৯৭০৮ জন

চট্টগ্রামে নতুন করে আরও  ৬০ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৯৭০৮  জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ৮৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৭০৮ জনে।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৪জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৯জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষা করে ২৮জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষা করে ৩জনের করোনাভাইরাস পাওয়া গেছে।  

তাছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষা করে ১২জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ৪জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।  

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)  ১টি নমুনা পরীক্ষা করা হয়নি। একে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে এইদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮০টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৮৯টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৬০ জনের। এরমধ্যে ৫৬ জন নগরীর এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৪ জন ।