চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
চট্টগ্রামে আন্তর্জাতিক কাস্টমস দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম কাস্টম হাউসে শোভাযাত্রা উদ্বোধন করেন বন্দর আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

এবার কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয় ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি এন্ড দ্য প্ল্যানেট।’

শোভাযাত্রায় অংশ নেন আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার ফখরুল আলম, অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন, কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, এএসএম শামসুজ্জামান, সাধন কুমার কুণ্ড, শরীফ হাসান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন প্রমুখ।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিলো ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষে কাস্টম হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে।