গুণগত মান ঠিক না থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা ১৫ পণ্য, লাইসেন্স বাতিল

গুণগত মান ঠিক  না থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা  ১৫ পণ্য, লাইসেন্স বাতিল
গুণগত মান ঠিক না থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা ১৫ পণ্য, লাইসেন্স বাতিল

পোস্টকার্ড প্রতিবেদক।।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গুণগত মান ঠিক  না থাকায় ১৫টি পণ্যের উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে । এই পণ্যগুলোর লাইসেন্সও বাতিল করে বিএসটিআই। ফলে এই পণ্যগুলো এখন থেকে অবৈধ বলে বিবেচিত হবে। এগুলোর মধ্যে ইফাদ ও আকিজের পণ্যও রয়েছে।

বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো। প্রতিষ্ঠানটির পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুল বারী এ বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার থেকে নমুনা ক্রয় করে পরীক্ষার পর এসব পণ্য মান অনুযায়ী পাওয়া যায়নি। তাই এসব পণ্যে সার্টিফিকেশন মার্কস লাইসেন্স বাতিল করা হয়েছে।

নতুনভাবে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকরী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের উক্ত পণ্যসমূহ বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ভোক্তাসাধারণকে উক্ত পণ্যসমূহ ক্রয় হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পণ্যগুলো হলো- আকিজ ফুডের ফার্মফ্রেশ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবলের শক্তি ও কিচেনা সয়াবিন তেল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফার্টিফাইড সয়াবিন অয়েল, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের নজরুল ব্র্যান্ডের লবণ, জে কে ফুডের মদিনা লাচ্ছা সেমাই, মডার্ন কসমেটিক্সের মডার্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম, জিএম কেমিক্যালের জিএম স্কিন ক্রিম, নিউ চট্টলার এরাবিয়ান স্পেশাল ঘি, রেভেন ফুডের রেভেন লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর প্রমি এগ্রো ফুডের প্রমি হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ আয়োডিনযুক্ত লবণ।