করোনায় বাংলাদেশে নতুন আক্রান্ত ১৮ জন

করোনায় বাংলাদেশে নতুন আক্রান্ত ১৮ জন
করোনায় বাংলাদেশে নতুন আক্রান্ত ১৮ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক  আক্রান্ত হয়েছে । রোববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্তের  সংখ্যা ১৮ জন।  যা এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হওয়া সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি। এর আগের দিন অবশ্য ৯ জন আক্রান্তের খবর এসেছিলো।

এদিকে গত কয়েকদিনে করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। এরপরেই আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।

৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এখন পর্যন্ত ২৮ দিনে নিশ্চিত করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৮ জন। এ যাবত মারা গেছেন ৯ জন।

অন্যদিকে, আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে পৌঁছেছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন এবং মৃতের সংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। সেখানে মারা গেছেন ১৫ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৩২ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যা হিসাবে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে নেই চীন। এই সংখ্যার হিসাবে তাদের অবস্থান এখন ছয়ে।