করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০০০ ছড়ালো

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০০০ ছড়ালো
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০০০ ছড়ালো

আন্তর্জাতিক ডেস্ক ।।

করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। প্রথম দিকে চীনে আক্রান্তের এবং মৃত্যুর হার বেশি থাকলেও বর্তমানে ইতালিতে আক্রান্তের এবং মৃত্যুর হার চীনকেও ছাড়িয়েছে।

আর সে কারণেই সমগ্র ইতালিতে জারি হয়েছে জরুরি অবস্থা। যাতায়াত এবং ঘরের বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৪৬৩ জনে।

এদিকে, উৎপত্তি স্থল চীনে মৃত ৩১৩১, চীনের বাইরে মোট মৃতের সংখ্যা ৮৮২। ইরানে ২৩৭, দক্ষিণ কোরিয়ায় ৫৩, স্পেনে ২৮. আমেরিকায় ২৬, জাপানে ১৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চীনে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় উহানের অধিকাংশ অস্থায়ী হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদুর্ভাব ছড়ানোর পর প্রথমবারের মতো উহান পরিদর্শন করেছেন।