করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আইইডিসিআরের তথ্যে ‘গরমিল’

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আইইডিসিআরের তথ্যে ‘গরমিল’

নিজস্ব প্রতিবেদক ।। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দেওয়া তথ্যের সঙ্গে আইইডিসিআরের তথ্যে ‘গরমিল’ পাওয়া গেছে। মন্ত্রী রাজধানীর মহাখালীতে বেলা ১২টার দিকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯ এবং এতে  মৃত্যু হয়েছে ৪ জনের। ঠিক তার দুই ঘণ্টা পরে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরে পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দিলেন অন্য তথ্য । তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৫, মৃত্যু ৩ জনের।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের অনলাইন ব্রিফিংয়ে এ নিয়ে ‘সমন্বয়নহীতার’ অভিযোগ তুলে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকে। তিনি সমন্বয়হীনতা নেই বলে দাবি করেন।

আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে তথ্য দিয়েছেন, তখন পর্যন্ত সেটাই সত্য ছিলো। পরীক্ষা সবসময় চলছে। মন্ত্রী মহোদয় ব্রিফিং করেন নাই। ওখানে একটা অনুষ্ঠান চলছিলো। আমি তাকে তখন সে তথ্য জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, ‘উনি তো একটা ক্লোজ মিটিংয়ে বক্তব্য দিয়েছেন। সে কারণে তখন ওখান থেকে সে তথ্য প্রচারিত হয়েছে। যাচাই বাছাই শেষে যে তথ্য এসেছে, সেটা এখন প্রচার করেছি। এখানে সমন্বয়হীনতার বিষয় নেই। তিনি যখন এ তথ্য চেয়েছেন। তখনও যাছাই বাছাই পুরোপুরি শেষ হয়নি।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী করোনায় আক্রান্ত সর্বশেষ তথ্য হলো- গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।