করোনা সন্দেহ হলে সরাসরি হাসপাতাল নয়, কল করুন হটলাইনে

করোনা সন্দেহ হলে সরাসরি হাসপাতাল নয়, কল করুন হটলাইনে
করোনা সন্দেহ হলে সরাসরি হাসপাতাল নয়, কল করুন হটলাইনে

স্বাস্থ্য ডেস্ক ।।

করোনাভাইরাসের সন্দেহ হলে সরাসরি হাসপাতালে চলে না গিয়ে হটলাইনে কল করার আহ্বান জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এ আহ্বান জানান। মীরজাদী বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ আছে, বা করোনা আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এসেছেন এমন কেউ সরাসরি হাসপাতালে চলে যাবেন না। হটলাইনে কল করুন। প্রয়োজন মনে হলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হবে। তবে এ নির্দেশনা শুধু যারা দেশের বাইরে থেকে এসেছেন কিংবা তাদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

মীরজাদী আশ্বস্ত করেন, জ্বর, গলা ব্যথা, কাঁশি হলেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এমনটা মনে করা উচিত নয়। তিনি করোনাভাইরাস প্রতিরোধে নিয়মগুলো মেনে চলার আহ্বান জানান।

ঘনঘন হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, গণপরিবহণ ব্যবহার না করা, ভ্রমণ এড়িয়ে চলা, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা এবং জনসমাগমে না যাওয়া ইত্যাদি বিষয়গুলো তিনি ভালোভাবে মেনে চলার জন্য দেশের সবার প্রতি আহ্বান জানান।    

করোনা হটলাইন
প্রসঙ্গত, করোনাভাইরাস (কোভিক-১৯) থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ সম্পর্কিত তথ্য জানাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত চারটি হটলাইন নম্বরের পাশাপাশি আরও আটটি নম্বর যোগ করা হয়েছে।

একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬২৬৩ নম্বরেও কল করে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানা যাবে।

নতুন যোগ করা হটলাইন নম্বরগুলো হচ্ছে- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪ ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩ ও ০১৪০১১৮৪৫৬৮।

পূর্বের নম্বরগুলো হচ্ছে- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।