করোনা টেস্ট শুরু শেভরনে ,আবেদন করা যাবে অনলাইনেও

করোনা টেস্ট শুরু শেভরনে ,আবেদন করা যাবে অনলাইনেও

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের বেসরকারি শেভরন ডায়াগনস্টিক সেন্টার করোনার পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল রিপোর্ট প্রদানের অঙ্গীকার নিয়ে গতকাল থেকে পরীক্ষা গ্রহণ শুরু করে শেভরন। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিইসি কনভেনশন সেন্টারে নমুনা সংগ্রহ করা হয়।

০১৭০১২২৯০৫৭ এবং ০১৭০১২২৯০৫৮ নম্বরে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে সিরিয়াল দিয়ে করোনার নমুনা পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছে শেভরন কর্তৃপক্ষ। এছাড়াও আবেদন করা যাবে অনলাইনে। এজন্য শেভরনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ফরম পূরণ করতে হবে। এতে মানুষের ভোগান্তি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রগুলো বলেছে, চট্টগ্রামে টাকা খরচ করেও শত শত রোগী করোনার নমুনা পরীক্ষা করাতে পারছিলেন না। নমুনা দিলেও রিপোর্ট পাওয়া কঠিন কাজ হয়ে উঠেছিল। নমুনা দেয়ার ১৫/২০ দিন পর রিপোর্ট আসার ঘটনা প্রাত্যহিক হয়ে উঠে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল করোনার নমুনা পরীক্ষা শুরু করলেও তারা চাপ সামাল দিতে পারছিল না। বিদ্যমান সংকটে শেভরন ডায়াগনস্টিকে নমুনা পরীক্ষা এবং চব্বিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেয়ার অঙ্গীকার মানুষকে কিছুটা আশ্বস্ত করেছে। সরকার নির্ধারিত সাড়ে তিন হাজার টাকা ফি নিয়েই নমুনা পরীক্ষা করছে শেভরন।

দৈনিক দুই শতাধিক নমুনা পরীক্ষার সক্ষমতা নিয়ে কাজ শুরু করলেও চাহিদার প্রেক্ষিতে মেশিনের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শেভরনের পরিচালক ডাক্তার সুকান্ত ভট্টাচার্য।

শেভরণের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল জানিয়েছেন, ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর স্যাম্পল কালেকশন করা হবে। রেজিস্ট্রেশন বা সিরিয়াল নেওয়ার জন্য শেভরণের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে ( https://www.chevronlab.com/covid-19-appointment-form ) থাকা অ্যাপয়েন্টমেন্ট ফরমটি পূরণ করতে হবে। আবার পরীক্ষার নির্ধারিত চার্জও অনলাইনে এবং বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।