কঠোর সতর্কতায় বাজেট অধিবেশন শুরু, মাস্ক ও গ্লাভস পরে সংসদে এমপিরা  - করোনায় মৃত্যুবরণকারীদের প্রতি শোক 

কঠোর সতর্কতায় বাজেট অধিবেশন শুরু, মাস্ক ও গ্লাভস পরে সংসদে এমপিরা  - করোনায় মৃত্যুবরণকারীদের প্রতি শোক 

সংসদ প্রতিবেদক, ঢাকা ।।

কাদশ সংসদের অষ্টম অধিবেশন শুরু হলো প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির মধ্যে । বুধবার বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এই অধিবেশনেই আজ বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিশেষ পরিস্থিতিতে এ অধিবেশনে সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু ব্যবস্থা। কঠোর সতর্কতায় শুরু হওয়া এই অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বল্প সংখ্যক সংসদ সদস্য অংশ নেন। তবে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ সিনিয়র সংসদ সদস্যরা অনুপস্থিত ছিলেন। উপস্থিত সংসদ সদস্যরা বিগত দিনের আসন বণ্টন এড়িয়ে করোনা সতর্কতা মেনে আসন গ্রহণ করেন। অধিবেশন কক্ষে এক থেকে দুটি আসন পর পর তারা বসেছিলেন। অধিকাংশের মুখে মাস্ক, হাতে গøাভস ও মাথায় ক্যাপ ছিল। সংসদ পরিচালনায় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরাও একই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। সংসদ ভবনের প্রবেশমুখে সবাইকে জীবাণু নাশক স্প্রে করা হয়। এমপিসহ সংশ্লিদের তাপমাত্রা মাপা হয়। এ ছাড়া নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সকল পদক্ষেপ নেওয়া হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, সকল স্বাস্থবিধি মেনে এই অধিবেশন পরিচালনা করা হবে। এরপর তিনি সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ এবং মেহের আফরোজ। স্পিকার ও ডেপুটি স্পিকার কখনও অনুপস্থিত থাকলে তাদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বুধবার আইনমন্ত্রী আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২০ এবং ইনকাম ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ-২০২০ সংসদে উপস্থাপন করেন। অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপনের বিধান রয়েছে।

এরপর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ ৯ জন সাবেক এমপি ও বেশ কয়েক জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। শোক প্রস্তাবে যাদের নাম রয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান রেজা (গাইবান্ধা-৫), মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান (টাঙ্গাইল-২), বীর মুক্তিযোদ্ধা মমতাজ বেগম (সংসদ-সদস্য -১৯৭৩ ও পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য এমএনএ-১৯৭১) , আলহাজ মকবুল হোসেন (ঢাকা-৯), জহিরুল ইসলাম (সাবেক গণপরিষদ সদস্য), কামরুন নাহার পুতুল (সপ্তম জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন), আনোয়ারুল কবির তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী ও (অষ্টম জাতীয় সংসদ, জামালপুর-৪), এম এ মতিন (চাঁদপুর-৫), সৈয়দ রাহমাতুর রব ইরতিজা আহসান (বরগুনা-২)।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিণী আনোয়ারা রাব্বী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মিণী বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের পুত্রবধূ, সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য এ কে ফাইজুল হকের স্ত্রী মোসাম্মৎ মরিয়ম বেগম, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবিএম ফজলে রাব্বি চৌধুরী, সংসদ-সদস্য গেন্ডারিয়া ঝর্ণা সরকারের পিতা সুশান্ত সরকার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. সাদাত হুসাইন, জাতীয় অধ্যাপক ও খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, স্বনামধন্য শিক্ষাবিদ ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর, একুশে পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তণ অধ্যাপক ড. মজিবর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট আলেম কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী, সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক এবং কণ্ঠশিল্পী আজাদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোনেম, বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী ক্যামেরাম্যান রোজিনা আক্তার-এর মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে মারা যাওয়া ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ব্যবসায়ীসহ যারা মারা গেছেন তাদের জন্যও সংসদে শোক প্রকাশ করা হয়। সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে সংসদ শোক প্রকাশ করে।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জন সদস্য শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই সময় সংসদ সদস্যসহ মারা যাওয়া বিশিষ্ট ব্যক্তিরা এবং করোনা যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর সংসদের বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুর পর সংসদে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি রাখার রেওয়াজ আছে।

শোক প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা নিজেরা শঙ্কিত। এ জন্য হাবিবুর রহমান মোল্লাসহ নিকটজনদের মৃত্যুর পর আমরা জানাজায় যেতে পারিনি। হাসপাতালে গিয়ে দেখতে পারিনি। এটা আমাদের জন্য বড় দুঃখের। ইনশাল্লাহ আমরাই করোনা যুদ্ধে জয়ী হব।

মতিয়া চৌধুরী বলেন, ‘আজ সারা পৃথিবী করোনার ঝাপটায় বিপর্যস্ত। সংক্রমণের কারণে নিকটজনদের মৃত্যুতে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পারেনি। নিকটজনের মৃত্যুতে আমরা তাদের পাশে দাঁড়াব, কিন্তু দাফন-কাফন তো দূরের কথা তাদের কুলখানিতেও যেতে পারিনি। বাসায় বসে দোয়া করেছি।’

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে সরকারি দলের আ স ম ফিরোজ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা অংশ নেন।

আজ বাজেট পেশ : আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ওই বাজেট অনুমোদন দেওয়া হবে। পরে রাষ্ট্রপতি সেই বাজেট অনুমোদন দেবেন।

বর্তমান অর্থমন্ত্রী আজ দ্বিতীয়বারের মতো বাজেট উত্থাপন করবেন। যদিও গত বছর অসুস্থতার জন্য পুরো বাজেট বক্তৃতা দিতে পারেননি। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট উত্থাপন করেন। আগামী রোববার থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আলোচনা চলবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।