আল্লামা শফিকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

আল্লামা শফিকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

পোস্টকার্ড ডেস্ক।।

উন্নত চিকিৎসার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী এবং ব্যক্তিগত সহকারী মো. শফি।

বিষয়টি নিশ্চিত করে হেফাজত ইসলামের নেতা মাওলানা মাঈন উদ্দন রুহী বলেন, ‘আমীর সাহেব বেশ কয়েক দিন অসুস্থ। বিশেষ করে তাঁর বমি বন্ধ হচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে ওনাকে। আমরা তাঁর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

গত ১১ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৫ টার দিকে আগে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।