আজ কোনো করোনা রোগী মেলেনি চট্টগ্রাম জেলায়

আজ কোনো করোনা রোগী মেলেনি চট্টগ্রাম জেলায়

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আজ কোনো করোনা রোগী শনাক্ত হয়নি চট্টগ্রাম জেলায়। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তি বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ৩৭ বছর বয়সী এক যুবক। এদিকে, চট্টগ্রাম জেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গতঃ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। তিনি নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন ও ২১ এপ্রিল ১০ মাস বয়সী এক শিশু করোনা রোগী শনাক্ত হয়। সর্বশেষ গতকাল বুধবার (২৩ এপ্রিল) এক ডাক্তারসহ তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।