আইসোলেশনে থাকা সীতকুণ্ডের মুক্তিযোদ্ধা আলিমুল্লাহ'র মৃত্যু

আইসোলেশনে থাকা সীতকুণ্ডের মুক্তিযোদ্ধা আলিমুল্লাহ'র মৃত্যু

 

মোহাম্মদ আলাউদ্দীন।।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আলীম উল্লাহ (৭০) মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে তাঁর মারা যাবার খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।

তিনি পোস্টকার্ডবিডি.কমকে বলেন, মৃত  ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রাতের মধ্যে রিপোর্ট পাবো আশা করছি। রিপোর্ট পেলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

এর আগে রোববার (৫ এপ্রিল) রাতে শ্বাসকষ্ট নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ। চিকিৎসকরা রাতেই তাকে আইসোলেশনে পাঠান। আজ সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি ক্রনিক শ্বাসকষ্টের রোগী।