প্রধানমন্ত্রী আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়লেন

প্রধানমন্ত্রী আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়লেন

পোস্টকার্ড প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে রওয়ানা হয়েছেন ।

রোববার  বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

এদিন স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথার প্রধানমন্ত্রীর।

আবুধাবি বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন আরব আমিরাতে নিযুক্ত বাংরাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে।

সোমবার দিনভর প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন কাটবে আরব আমিরাতের রাজধানীতে। সকাল ১১টায় আবুধাবির জাতীয় প্রদর্শন কেন্দ্রে আবুধাবি সাসটেইননেবলটি সপ্তাহ এবং জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে দূত সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আবুধাবিতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ। এছাড়াও থাকবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।