২ হাজার কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধের নির্দেশ

২ হাজার কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধের নির্দেশ

পোস্টকার্ড ডেস্ক ।।

২ হাজার কোটি টাকা গ্রামীণফোনকে পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গ্রামীণফোনের কাছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে ২ হাজার কোটি টাকা আগামী ৩ মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এ নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, আদেশে বলা হয়েছে, গ্রামীণফোন যদি আগামী তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধে ব্যর্থ হয়, তাহলে পাওনার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকবে না বলেও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।