বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে “ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আলিয়া মাদ্রাসা হল রুমে সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।
সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি আশরাফ হোসেন মাসুমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর ও উপদেষ্টা মাওঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপদেষ্টা মোঃ তাহের।
উপদেষ্টা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট আশরাফুল রহমান, আহসান হাবীব হিরু, শামসুল হুদা, আবুল হোসেন, হাফেজ আলী আকবর, শ্রমিক নেতা আবেদ শাহ্, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুল করিম, নেছার আহমদ, মাহমুদুর রহমান ফারহান, ইসমাইল হোসেন চৌধুরী, মুবিন শরিফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দ।
প্রধান বক্তা আনোয়ার সিদ্দিকী চৌধুরীবলেন, এই দুঃসময়ে আদর্শিক অবস্থানে থেকে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে রুকনদের সাহসী ভূমিকা পালন করতে হবে। জামায়াত হলো একটি আদর্শিক কাফেলা, যার মূল শক্তি সত্য, ন্যায় ও আল্লাহর ওপর তাওয়াক্কুল।
প্রধান অতিথি আলাউদ্দিন সিকদার বলেন, শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ায় ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গড়ে তুলতে হবে ।
সংগঠনের সভাপতি মিসবাহুল আলম রাসেল বলেন, শ্রমিক ইউনিট দায়িত্বশীলদের সাথে সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, দায়িত্বশীলদের মাঝে দায়বদ্ধতা জাগ্রতকরণ, নেতৃত্বের বিকাশ ও আদর্শিক ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা।
এ সময় বক্তারা দেশের নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিতভাবে রুকনদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সক্রিয়ভাবে মাঠে কাজ করতে হবে। শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই হউক আমাদের অঙ্গীকার।
খালেদ / পোস্টকার্ড ;