Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে রোলিং মিলে শ্রমিকের মৃত্যু, লাশ রেখে পালালো কর্মকর্তারা

নিহত শ্রমিক রাজু চৌধুরী

রোলিং মিলের যন্ত্রাংশ সরানোর কাজ করার সময় মেশিনের নীচে চাপা পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজু চৌধুরী (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকা সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত জে.কে স্টিল রোলিং মিলে এ ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত কর্মকর্তারা ঘটনাস্থলে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রাজু উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মহুরী পাড়ার মৃত রামপদ চৌধুরীর পুত্র।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়বকুণ্ডস্থ জে.কে স্টিল নামক কারখানায় যন্ত্রাংশ সরিয়ে নেবার কাজ করার সময় শ্রমিক রাজু মেশিনের নীচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনার কথা জানতে পেরে স্থানীয়রা কারখানায় গিয়ে লাশ দেখে সীতাকুণ্ড থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার হিসাব রক্ষক মো.আজিম জানান, আমাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা রোলিং মিলের প্রয়োজনীয় সকল মেশিন ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলাম। সন্ধ্যায় কারখানার ভেতরে কাটিং এর মাধ্যমে শেয়রিং মেশিন সরিয়ে নেওয়ার সময় শ্রমিক রাজু মেশিনের নিচে চাপা পড়ে মারা যান। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে রোলিং মিলে শ্রমিকের মৃত্যু, লাশ রেখে পালালো কর্মকর্তারা

আপডেটের সময় : ০৫:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

রোলিং মিলের যন্ত্রাংশ সরানোর কাজ করার সময় মেশিনের নীচে চাপা পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজু চৌধুরী (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকা সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত জে.কে স্টিল রোলিং মিলে এ ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত কর্মকর্তারা ঘটনাস্থলে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত রাজু উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার মহুরী পাড়ার মৃত রামপদ চৌধুরীর পুত্র।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়বকুণ্ডস্থ জে.কে স্টিল নামক কারখানায় যন্ত্রাংশ সরিয়ে নেবার কাজ করার সময় শ্রমিক রাজু মেশিনের নীচে চাপা পড়ে মারা যান। দুর্ঘটনার কথা জানতে পেরে স্থানীয়রা কারখানায় গিয়ে লাশ দেখে সীতাকুণ্ড থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার হিসাব রক্ষক মো.আজিম জানান, আমাদের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমরা রোলিং মিলের প্রয়োজনীয় সকল মেশিন ও মালামাল অন্যত্র সরিয়ে নিতে শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলাম। সন্ধ্যায় কারখানার ভেতরে কাটিং এর মাধ্যমে শেয়রিং মেশিন সরিয়ে নেওয়ার সময় শ্রমিক রাজু মেশিনের নিচে চাপা পড়ে মারা যান। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন