বসতঘরে আগুন লেগে সীতাকুণ্ডে আবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলাস্থ দাঁড়ালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কন্ট্রোল রুম কর্মকর্তা বেলাল হোসেন জানান, রাত দশটার দিকে বাড়বকুণ্ডের একটি গ্রামে বসত ঘরে আগুন লাগে। সীতাকুণ্ড স্টেশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। কিন্তু তার আগেই ঘরে থাকা গৃহকর্তা আবুল হোসেন মারা যান।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
খালেদ / পোস্টকার্ড ;
সীতাকুণ্ড প্রতিনিধি।। 

















