Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পুকুরে ডুবে মারা গেল শিশু নেহাল

নানার বাড়িতে বেড়াতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে নেহাল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু নেহাল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের তার নানার বাড়ি সালামত উল্লাহ সারাং বাড়িতে এই ঘটনা ঘটে।

‎নিহতের মামা মিনহাজ উদ্দিন পায়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোন তার সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। কিন্তু সকাল সাড়ে ১১ টার দিকে আমার ভাগিনাকে একটি পেয়ারা হাতে দিয়ে বাহিরের দিকে চলে যায়। এর মধ্যে সে সবার চোখের আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিন্তু ভাগিনাকে সবাই দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধারণার উপর ভিত্তি করে পুকুরে নেমে তাকে খোঁজ করলে এ সময় তাকে পুকুরের গভীরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে নেহালের মা অনেকটা পাগলের মত হয়ে গেছে উল্লেখ করে বলেন, তার বাবা সৌদি প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে এসে আবার সৌদি আরবে চলে যান। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে বিদেশের মাটিতে বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি তার সন্তানকে শেষবারের মতো দেখার জন্য দেশে আসার চেষ্টা করছেন। হঠাৎ এমন ফুটফুটে একটি শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে পুকুরে ডুবে মারা গেল শিশু নেহাল

আপডেটের সময় : ০৩:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

নানার বাড়িতে বেড়াতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরে ডুবে নেহাল (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু নেহাল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের তার নানার বাড়ি সালামত উল্লাহ সারাং বাড়িতে এই ঘটনা ঘটে।

‎নিহতের মামা মিনহাজ উদ্দিন পায়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বোন তার সন্তানকে নিয়ে বেড়াতে আসেন। কিন্তু সকাল সাড়ে ১১ টার দিকে আমার ভাগিনাকে একটি পেয়ারা হাতে দিয়ে বাহিরের দিকে চলে যায়। এর মধ্যে সে সবার চোখের আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিন্তু ভাগিনাকে সবাই দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধারণার উপর ভিত্তি করে পুকুরে নেমে তাকে খোঁজ করলে এ সময় তাকে পুকুরের গভীরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে নেহালের মা অনেকটা পাগলের মত হয়ে গেছে উল্লেখ করে বলেন, তার বাবা সৌদি প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে এসে আবার সৌদি আরবে চলে যান। এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবর শুনে বিদেশের মাটিতে বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি তার সন্তানকে শেষবারের মতো দেখার জন্য দেশে আসার চেষ্টা করছেন। হঠাৎ এমন ফুটফুটে একটি শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন