পুলিশের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইয়ের ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল পিকআপ ভ্যান ও ১৪২ পিস ব্যাটারি। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কদমরসুল এলাকা থেকে পিকআপ ও ব্যাটারিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়নগঞ্জের কাঁচপুর থেকে একটি পিকআপ ভ্যানে অটোরিক্সার ব্যাটারি লোড করে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন মো. সেলিম মিয়া নামক একজন পিকআপ চালক। তিনি রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে রয়েল গেট এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী চালক ও হেল্পারের গলায় ছুরি ধরে তাদেরকে মারধর করে ব্যাটারিসহ পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়।
তাৎক্ষনিক চালক এ খবর সীতাকুণ্ড থানাকে অবগত করলে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে এস.আই জাকিরের নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশ উপজেলার কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিসহ পিকআপটি উদ্ধার করেন। তবে এ সময় কোন আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদেরর গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খালেদ/ পোস্টকার্ড ;