গলায় ফাঁস দেওয়া অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাসরিন আক্তার (২১)। যদিও স্বামীর বলেছে সে আত্নহত্যা করেছে কিন্তু পরিবারের দাবী মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে স্বামী । তাদের ১৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেশবপুরস্থ লালবাগ এলাকার হাজী সিরাজউদ্দৌলা ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ নাসরিন আক্তারের মা হালিমা বেগম জানান, একই ইউনিয়নের কেশবপুর এলাকার এসহাক মেম্বারের পুরাতন বাড়ীর মোঃ শাহীন এর ছেলে মো. মিজান (২৫) এর সাথে তিন বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল।
মঙ্গলবার রাত ৭টার সময় মিজান ফোন করে জানায় আমার মেয়ের গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।
নাসরিনের ভাই মো. জয়নাল জানান, তার বোন আত্নহত্যা করেনি। তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী মিজান। সে নেশাগ্রস্ত প্রকৃতির । সে প্রায়সময় আমার বোনকে নির্যাতন করতো।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার স্বামীর বলেছে সে আত্নহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;