Dhaka ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে অবস্থিত সেবা ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা একটি কাভার্ডভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সেবা ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা কাভার্ডভ্যান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১টার দিকে চট্টগ্রাম থেকে মালবোঝাই করে ফিলিং স্টেশনে এসে জ্বালানি তেল নেন। এরপরে সে ফিলিং স্টেশনের পার্কিং এলাকায় তার কাভার্ডভ্যানটি পার্কিং করে গাড়ির ভেতরে ঘুমিয়ে যান ।

অন্যদিকে দীর্ঘক্ষণ নিহত চালাকের কোন হদিস না পাওয়ায় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের মোবাইল না ধরাতে দুশ্চিন্তায় পড়েন তারা। একপর্যায়ে গাড়ির জিপিএসের মাধ্যমে গাড়ির লোকেশন শনাক্ত করা হয়। গাড়িটির ভেতর থেকে চারপাশের লক করা ছিল। পরে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে লক ভেঙে ফেলা হয়। দেখা যায়, তার নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন সেবা ফিলিং স্টেশনের ম্যানেজার আকমত আলী।

নিহত চালক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরআরজার ইউনিয়নের মজিবর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু আসল কারণ জানা যাবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০২:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে অবস্থিত সেবা ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা একটি কাভার্ডভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সেবা ফিলিং স্টেশনের পার্কিংয়ে থাকা কাভার্ডভ্যান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১টার দিকে চট্টগ্রাম থেকে মালবোঝাই করে ফিলিং স্টেশনে এসে জ্বালানি তেল নেন। এরপরে সে ফিলিং স্টেশনের পার্কিং এলাকায় তার কাভার্ডভ্যানটি পার্কিং করে গাড়ির ভেতরে ঘুমিয়ে যান ।

অন্যদিকে দীর্ঘক্ষণ নিহত চালাকের কোন হদিস না পাওয়ায় ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের মোবাইল না ধরাতে দুশ্চিন্তায় পড়েন তারা। একপর্যায়ে গাড়ির জিপিএসের মাধ্যমে গাড়ির লোকেশন শনাক্ত করা হয়। গাড়িটির ভেতর থেকে চারপাশের লক করা ছিল। পরে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে লক ভেঙে ফেলা হয়। দেখা যায়, তার নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন সেবা ফিলিং স্টেশনের ম্যানেজার আকমত আলী।

নিহত চালক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরআরজার ইউনিয়নের মজিবর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যু আসল কারণ জানা যাবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন