সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় শুল্ক ফাঁকির অভিযোগে মিজানুর রহমান(৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টায় উপজেলার জোড়ামতল এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন, চট্টগ্রাম কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথদল। অভিযানে একটি গুদামে বিপুল পরিমাণ শুল্ক না দেওয়া আফজাল টোবাকোর ব্র্যান্ডের এক্সপ্রেস নামের ১৭ কার্টুনে ১ লক্ষ ৭০ হাজার সিগারেট জব্দ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম বলেন , জব্দকৃত সিগারেটগুলোতে কোনো সরকারি ব্যান্ডরোল ছিল না। মূলত শুল্ক ফাঁকি দিয়ে এসব অবৈধ সিগারেট বাজারে সরবরাহের চেষ্টা চলছিল। একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। জব্দকৃত সিগারেট ভ্যাট -টেক্স, সীতাকুণ্ড সহকারী কমিশনার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;