ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড কুমিরা এলাকায় যত্রতত্র দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচ গাড়িচালককে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালে মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা কেডিএস লজিস্টিক ও বিএম ডিপো কন্টেইনার ডিপোর সামনে যত্রতত্র দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ গাড়িচালককে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিপোর সামনে এসব গাড়ি দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করায় ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন , এ সময় মো. শরীফ, রাব্বি হাওলাদার ও মো. জহিরকে ১৫০০ টাকা করে সাড়ে ৪ হাজার, মো. রায়হানকে ৬ হাজার টাকা এবং নুরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, কিছু যানবাহন যত্রতত্র বিশৃঙ্খলভাবে মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকায় এখানে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাই এ অভিযান অব্যহত রেখে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;