চট্টগ্রামের মিরসরাই বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ঝর্ণা এলাকায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ।
সোমবার সকালে খৈয়াছরা ঝর্ণা এলাকায় বারইয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় ও করেরহাট সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর স্বপন আইচ,মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ হায়াতুনবী, ইজারাদার এস.এম হারুন, গিয়াস উদ্দিন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা মঈনুল হোসাইন টিপু প্রমুখ।
এসময় প্রধান অতিথি সোমাইয়া আক্তার বলেন, প্রতিটি পর্যটন স্পটে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত লাইফগার্ড ও উদ্ধারকারী দল নিয়োগ এবং বিপদজনক স্থানগুলোতে স্পষ্ট নিরাপত্তা নির্দেশিকা ও ভ্রমণকারীদের কাছে আবহাওয়াসহ প্রয়োজনীয় তথ্য পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন । তাছাড়া ভারি বৃষ্টিতে ঝর্ণা বন্ধ রাখার নির্দেশনা দেন। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন । ভ্রমণে আসা পর্যটকদের জন্য ভালো খাবার ও গাইডের মূল্য সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ দেন তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;