ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যত্রতত্র গাড়ি পার্কিং করে অরাজকতা ও ডিপোগুলোর অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজটে নিয়মিত ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর এই অরাজকতা ও অব্যবস্থাপনা দূর করতে অভিযান চালিয়েছে প্রশাসন ।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন গাড়িচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় ৫ গাড়িচালককে জরিমানা করা হয় এবং সেই সঙ্গে দুটি ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, কেডিএস ডিপো ও ইস্পাহানি সামিট এলায়েন্স টার্মিনালস লিমিটেডের সামনে সড়কের ওপর এলোমেলোভাবে গাড়ি পার্কিং করায় ওই এলাকায় যানজট তৈরি হয়। অভিযানে পাঁচজন চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় চালকেরা অভিযোগ করেন, ইস্পাহানি সামিটের চারটি পার্কিং থাকলেও একটি মাত্র স্লিপ কাউন্টার থাকায় তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। ফলে তারা হাইওয়ের ওপর গাড়ি রেখে লাইনে দাঁড়াতে বাধ্য হন। এতে সড়কে তৈরি হয় দীর্ঘ জট। শুধু তাই নয়, লাইনে দাঁড়ানো ও রাস্তা পারাপারে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়। অনেকে অভিযোগ করেন, স্লিপ নিয়ে নির্ধারিত পার্কিংয়ে গিয়েও জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এতে রেস্ট না নেওয়ার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিপো কর্তৃপক্ষকে এসব বিষয়ে সতর্ক করা হয়েছে এবং যানজট এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অভিযানে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।
খালেদ / পোস্টকার্ড ;