Dhaka ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সময়ের দাবি – মামুনুর রশিদ

ভাটিয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সময়ের দাবি - মামুনুর রশিদ

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্ত্বেও এখানে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
সীতাকুণ্ড শীপ ব্রেকিং ইয়ার্ড, হাট-বাজার, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ এই এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অত্যন্ত জরুরী।

গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের চেয়ারম্যানঘাটাস্থ (কামাল স্টিল মার্কেট) এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামালসহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উদাহরণ দেয়া এই ঘটনায় আগুন নেভাতে প্রথমে স্থানীয়দের প্রচেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক চেষ্টার কর্মযজ্ঞ প্রশংসনীয় তবে ফায়ার সার্ভিস কর্মীদের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলে পৌঁছুতে বেশ সময় লাগে। কেননা কুমিরা ও বায়েজিদ থেকে ভাটিয়ারী ইউনিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দূরত্ব প্রায় ১৫/২০ কিলোমিটার।

আবার সীতাকুণ্ড উপজেলা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও এলাকার দূরত্ব স্থানভেদে প্রায় ২৫ কিলোমিটার। সবমিলিয়ে দূরত্ব আর নাজুক রাস্তাঘাটের কারণে যে কোন দুর্ঘটনায় উদ্ধারকারী অন্যতম এ সংস্থাটি দেখা পেতে উপজেলাবাসীকে অপেক্ষা করতেই হয় দীর্ঘক্ষণ। আগুন ধরে যাওয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা ও দুর্যোগের বিশেষ সহায়ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভাটিয়ারী ইউনিয়নে স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি স্টেশন স্থাপন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

– মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), বি,টি,সি গেইট, ইমামনগর, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
খালেদ / পোস্টকার্ড ; 
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

ভাটিয়ারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন সময়ের দাবি – মামুনুর রশিদ

আপডেটের সময় : ০৫:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়া সত্ত্বেও এখানে নেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
সীতাকুণ্ড শীপ ব্রেকিং ইয়ার্ড, হাট-বাজার, ব্যাংক, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ এই এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন অত্যন্ত জরুরী।

গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের চেয়ারম্যানঘাটাস্থ (কামাল স্টিল মার্কেট) এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামালসহ প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উদাহরণ দেয়া এই ঘটনায় আগুন নেভাতে প্রথমে স্থানীয়দের প্রচেষ্টা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক চেষ্টার কর্মযজ্ঞ প্রশংসনীয় তবে ফায়ার সার্ভিস কর্মীদের ক্ষতিগ্রস্ত ঘটনাস্থলে পৌঁছুতে বেশ সময় লাগে। কেননা কুমিরা ও বায়েজিদ থেকে ভাটিয়ারী ইউনিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দূরত্ব প্রায় ১৫/২০ কিলোমিটার।

আবার সীতাকুণ্ড উপজেলা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও এলাকার দূরত্ব স্থানভেদে প্রায় ২৫ কিলোমিটার। সবমিলিয়ে দূরত্ব আর নাজুক রাস্তাঘাটের কারণে যে কোন দুর্ঘটনায় উদ্ধারকারী অন্যতম এ সংস্থাটি দেখা পেতে উপজেলাবাসীকে অপেক্ষা করতেই হয় দীর্ঘক্ষণ। আগুন ধরে যাওয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনা ও দুর্যোগের বিশেষ সহায়ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভাটিয়ারী ইউনিয়নে স্থাপন অত্যন্ত জরুরী ও সময়ের দাবিতে পরিণত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সুবিধাজনক যেকোন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি স্টেশন স্থাপন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

– মোহাম্মদ মামুনুর রশিদ (মামুন), বি,টি,সি গেইট, ইমামনগর, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
খালেদ / পোস্টকার্ড ; 
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন