ভূর্তুকি মূল্যে কাল থেকে টিসিবির রোজার বিক্রি শুরু

ভূর্তুকি মূল্যে কাল থেকে টিসিবির রোজার বিক্রি শুরু

পোস্টকার্ড ডেস্ক ।।

ঢাকাসহ সারা দেশে আসন্ন রমজান উপলক্ষে কাল বুধবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

জানা যায়, এ সময় ৩৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রি করা হবে। টিসিবি রোজা উপলক্ষ্যে আপাদত চিনি, মশুর ডাল, সয়াবিন তেল এই তিনটি পণ্য বিক্রি করবে।

সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির জানান, এপ্রিলের ১০ তারিখের পর থেকে রোজার আগে ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে।

এছাড়াও, টিসিবি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ ও সয়াবিন তেল ৮০ টাকা কেজি বিক্রি করবে। আর ছোলা ও খেজুরের দাম নির্ধারিত হবে বিক্রির সময়।

ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাক থাকবে ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা সদরে ৪টি। এর আগে মুজিববর্ষ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি। যা মঙ্গলবার শেষ হয়েছে।

অন্যদিকে, করোনার আতঙ্কে দেশজুড়ে সবকিছু অঘোষিত লকডাউন থাকলেও রাজধানীর বাজারগুলোর চিত্র ভিন্ন। মুখে মাস্ক থাকলেও একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে বাজার করছেন। বাজার করতে এসে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন না নগরবাসী।