রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শিক্ষার্থী ও আশপাশের লোকজনদের ছোটাছুটি করতে দেখা যায়।
খালেদ / পোস্টকার্ড ;