Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের আলীকদমে পর্যটকের মৃত্যু , ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টি

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) তার বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেছেন স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩ জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁকে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি পর্যটকদের অবগত করেননি। তাদের ট্যুর টিম গত ৯ জুন দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওয়ানা হয়। গত ১০ জুন বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে গত ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে গত ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও মো. হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ রয়েছেন।

মামলার বাদী মো. হাবিবুর রহমানের দাবী , ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির অবহেলা ও অদক্ষতার কারণেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মির্জা জহির উদ্দিন। তিনি বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

খালেদ/ পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

বান্দরবানের আলীকদমে পর্যটকের মৃত্যু , ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার

আপডেটের সময় : ১২:১৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) তার বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেছেন স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩ জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁকে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি পর্যটকদের অবগত করেননি। তাদের ট্যুর টিম গত ৯ জুন দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে রওয়ানা হয়। গত ১০ জুন বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে গত ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে গত ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও মো. হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ রয়েছেন।

মামলার বাদী মো. হাবিবুর রহমানের দাবী , ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির অবহেলা ও অদক্ষতার কারণেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মির্জা জহির উদ্দিন। তিনি বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

খালেদ/ পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন