Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণ করতে সবাইকে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । জুলাই আমাদের দেখিয়েছে যখন জাতি ঐক্যবদ্ধ হয়, তখন কোনো ষড়যন্ত্র সফল হয় না, কোনো অপশক্তি আর টিকে থাকতে পারে না।

বিভাগীয় কমিশনার আজ চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

বিভাগীয় কমিশনার বলেন, জুলাই বর্ষপূর্তি মানে শুধুই আনন্দ নয় এটি আত্ম মূল্যায়নের সময়, নতুন করে গড়ার শপথ নেওয়ার সময়। আমরা যেন আগামী দিনগুলোতে আরো সফল হই, আরো সেবামূলক ও সৃজনশীল এবং দেশের জন্য কাজ করতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার যেন সরকারি সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে পান এজন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এই আন্দোলনে আহত যোদ্ধাদের দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হলে সরকারি সহায়তায় পাঠানো হবে বিদেশে। এছাড়াও তাদের নগদ অর্থসহায়তাসহ পুনর্বাসন করার জন্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। এই আন্দোলনে যারা শহিদ হয়েছেন,যারা আহত হয়েছেন ,তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে ।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জুলাই আহত যোদ্ধা আরিফুল ইসলাম, শহিদ মাহমুদর রহমানের পিতাসহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক–শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার র্পূবে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক ফরিদা খানমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ জুলাই শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -বিভাগীয় কমিশনার

আপডেটের সময় : ০৩:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন বলেছেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণ করতে সবাইকে পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । জুলাই আমাদের দেখিয়েছে যখন জাতি ঐক্যবদ্ধ হয়, তখন কোনো ষড়যন্ত্র সফল হয় না, কোনো অপশক্তি আর টিকে থাকতে পারে না।

বিভাগীয় কমিশনার আজ চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

বিভাগীয় কমিশনার বলেন, জুলাই বর্ষপূর্তি মানে শুধুই আনন্দ নয় এটি আত্ম মূল্যায়নের সময়, নতুন করে গড়ার শপথ নেওয়ার সময়। আমরা যেন আগামী দিনগুলোতে আরো সফল হই, আরো সেবামূলক ও সৃজনশীল এবং দেশের জন্য কাজ করতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার। জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবার যেন সরকারি সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা সুষ্ঠুভাবে পান এজন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এই আন্দোলনে আহত যোদ্ধাদের দেশে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব না হলে সরকারি সহায়তায় পাঠানো হবে বিদেশে। এছাড়াও তাদের নগদ অর্থসহায়তাসহ পুনর্বাসন করার জন্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। এই আন্দোলনে যারা শহিদ হয়েছেন,যারা আহত হয়েছেন ,তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে ।

চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জুলাই আহত যোদ্ধা আরিফুল ইসলাম, শহিদ মাহমুদর রহমানের পিতাসহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক–শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার র্পূবে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক ফরিদা খানমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ জুলাই শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন