সোমবার (২২ সেপ্টেম্বর) দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার এক সপ্তাহের মাথায় মিমি সামাজিক মাধ্যমে সচেতনতামূলক পোস্ট করেছেন।
এক পোস্টে মিমি লেখেন, ‘নমস্কার, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি- ভারত সরকার সব ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস নিষিদ্ধ করেছে। অনুমতিহীনভাবে পরিচালিত অবৈধ বেটিং অ্যাপগুলোর সঙ্গে যুক্ত হবেন না। এমন অ্যাপ থেকে নিজেকে দূরে রাখুন।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি, সাইবার হামলা ও অন্যান্য প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। আমি কোনোভাবেই এমন কোনো ব্র্যান্ড বা কার্যক্রমের সঙ্গে যুক্ত নই যা জুয়া বা বেটিং প্রচার করে।’
মিমি পোস্টে সকলকে অনুরোধ করেছেন, ‘যদি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মাধ্যমে আমার নাম বা ছবি অনুমতিহীনভাবে ব্যবহার করা হয়, তা থেকে সাবধান থাকুন। নিজেও দূরে থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।’
সূত্রের খবর, ইডি কর্মকর্তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন মিমি, যা শুনে কর্মকর্তারা সন্তুষ্ট হয়েছেন।
অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে অনুরোধ ও সতর্কবার্তা ছড়িয়ে দিয়েছেন অনেকেই, যাতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি না হয়।
এএডি/
খালেদ / পোস্টকার্ড ;